"বৈশাখে আজি"


বৈশাখে আজি বিষের বীণেতে আলোড়িত প্রাণ মেলা
করোনা আজিকে রুধিলো দুয়ার মৃত্যুর দেয় দোলা।
দূর্বিনীতের শাসনে আজিকে; স্পন্দনে নাই প্রাণ
দিকে দিকে আজি কান্নার রোল শূন্যতার ঐ গান।


যে গানে রোদন আঁধার তমায় ধাবিত করাল বোল
নবদয়ে নাই গগনো ফেরিতে বলাকার কলরোল।
শিশু ও কচিতে নাহিকো রচিতে জীবনের সমাহার
ভয় ভীত আজ মানব সমাজ রুধিত হৃদয় দ্বার।


কিশলয়ে নাই সবুজে হরিতে লালির সুষমা আজি
বৃক্ষ শাখেতে সমাহারে প্রাণ কাঁদিছে সে কূল রাজি।
মানবো বিহনে নাহিকো সৃজনে পূবের আলোক কাঁদে
কাল বয়ে আজ নতুনো বরষে ব্যথা আর অবসাদে।


কোথা আছো দেব নিহারি তোহারি প্রাণোনাথ পশুপতি
ক্ষম ক্ষম ক্ষম, ক্ষম ওহে দেব ভ্রষ্ট মানবো মতি।
রচয়িতা তুহি বিনাশিতে তুহি নমি সে তোহারি পদ
ক্ষম ক্ষম ক্ষম, ক্ষম হে পরম ভূলোকেতে জনপদ।