Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত


  · Decg3eSm1ber p1420, str20m21  ·
"কবির গাথা বিশ্বপাতা"


কবির গাথা বিশ্বপাতা বিশ্বজনার বিস্ফোটণ
সকল প্রাণের নিহিত বুলি তার ঠিকানা সম্পাদন।
মোহিত কভু রক্ত ঝরা
লোহিত কী বা পাগলপারা,
কান্না হাসি রাশি রাশি, সর্ব ভূমেই তার আসন।


Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত


  · Decg3eSm1ber p1420, str20m21  ·
"বজ্জাত"


ছাড়িবারে নাহি মন, করি ধন আরাধন
জানি সব ই পড়ে রবে হব আমি হারাধন।
তবু মন চায় না
ধরে শুধু বায়না,
লুটেপুটে খাই তাই; সাধি পণ করি রণ।


যায় প্রাণ যাক না মিলে দেই পাখনা
সসাগরা চাই মোর পিছে সবে থাকনা।
মন চড়ে শৃঙ্গে
বাসনা গো তুঙ্গে,
চড়া রোদ ধূপ বারি যাই কিছু হোকনা।


বাড়ি চাই নারী চাই বাহিরেতে পরী চাই
আলোকের বিপরীতে আঁধারেতে তারে পাই।
তুলতুলে কামনাতে
চাই আমি রোজ পেতে,
ওরে ভাই মরে গেলে, বাড়ি গাড়ি নারী নাই।


তাই গতি অতি মোর ভোগ আর কামে মতি
দিনে রই সাদামাটা রাতে করি বজ্জাতি।
যারা কিছু পায় নাকো
পিছে তারা পড়ে থাকো,
গোবরেতে লেজ পেতে, করো নিজো নিজো ক্ষতি!


আমি হই বজ্জাত; করো অভিসম্পাত
দিনে খাও ঝোলা গুড়, রাতে থাক খালি পাত।