Sanjay Karmakar
  · JtoSusfutpro gnthnsoredcotw  ·
বকুল ভালোবাসা-২


বকুল-
তুমি নীল দরিয়ার; কোমল সে দল মোর
তোমার বিনে আঁধার ঘনায় তমস ঘনঘোর।
তোমার কায়ে লিপ্ত আমার, সোহাগ সে সুর তান
স্মৃতির পাতায় আজ ও সরব প্রেমের
উপাখ্যান।


তুমি-
আমার স্বপ্ন সখী হারিয়ে কোথায় গেলে
কেমন করে পারলে তুমি এমন অবহেলে!
বন্দি আমি হৃদয় তোমার; সেই সে সোপান তল
তোমার বিনে জীবন জেনো; তপ্ত
হলাহল।


তোমায়-
ছাড়া স্রোত সে হারা স্থবির সে নদ আজ
জীবন ভাঙি দুখের জলে তমায় করি রাজ।
এপার জনম ডুবলো গতি ও পার দিও ধরা
জনম জনম বাসবো ভালো, সৌধ
প্রেমের গড়া।