Sanjay Karmakar
  · tSonJpouinrsstcm enoroSrewd  ·
বিরহের লেখা,"বকুল ভালোবাসা"


বকুল তারে;
আদর করে চুমায় দিতাম ভরে
নিত্য দিনে বন বাদারে যখন তখন ঘরে।
জড়িয়ে ধরে সোহাগ করে প্রেমের দোলে ভেসে
কতই সুখী ছিলাম আমি; বকুল
ভালোবেসে।


বাদল দিনে-
ইচ্ছে করেই ভিজতে যেতাম দূর
যেথায় পাহাড় আকাশ ছুঁতো শৈল পথে ঘুর।
অঙ্গ শোভিত ভিজলে বারি প্রেম সে বাঁধন ছাড়া
হারিয়ে তারে মন মোহনায়; হলেম
দিশেহারা।


বকুল আজো;
মন কি তোমার সম্ভোগেতে ওড়ে
দূর সে শহর অচিন সে লোক আজকে তোমার ঘরে।
তোমার; অট্টালিকায় আঁকায় বাঁকায় সপ্ত সুরের গান
হারিয়ে তোমায় আজ যে আমার; ব্যথায়
ভরা প্রাণ।