Sanjay Karmakar
  · edrtpsooSnho0mtnlc96u4w1l976763tu0279 l83c28m424t0s61gJa8ucu  ·


বিবেকের বলিহারি বলো হরি কবে শেষ
শ্মশানেতে চিতা প'রি হয়েছে রে অবশেষ।
পুড়ে গেছে দেহ খানি পিঞ্জরে নাই প্রাণ
হরি হরি ধ্বনি তুলে নাই কোনো ব্যবধান।


রজ্জুতে ঘোরা ফেরা উঠা নামা সবেতেই
সাধনা সে চলিতেছে বিবেকের শবেতেই।
দেশে দেশে দিকে দিকে কামুকের হুঙ্কার
সম্প্রীতি প্রীতি ভুলে বাজে রণো ঢঙ্কার।


জহরেতে ঠাসাঠাসি বান বহে লহু তার
বিদ্বেষ বিষ বাণে চিতা জ্বলে সমতার।
ধ্বংসের কাঙারেতে উপনীত জাতি সবে
লাভ নাই শ ম শুন উপদেশে শোধরাবে!!


বিঃদ্রঃ- লেখাটি এইমাত্র প্রিয় কবি শ.ম. শহীদের গতকাল প্রকাশিত কবিতা,"কর্মধর্ম" কবিতার উত্ততে তার লেখার কমেন্ট বক্সে লিখলাম।