তার ঐ বীণার সুক্ষ টানে; হারিয়ে ভূ-লোক গোলক ধাঁধা
ব্যথার তুফান হৃদয় তলে, দোদ্যুল দোলে
জীবন সাধা।
বজ্র তুফান আঁধির তলে রুধির ধারা বইছে গরল
সাজ সবেরা কোন সে খোঁজে; বইছে ধারা
রক্ত তরল!
বলতে পারো! জ্ঞানের ভাঁড়ে; আঁচড় টুকু কোথায় আজি!
হারিয়ে রবির কিরণ গোকুল; হচ্ছে শুধুই কপাল
ভাজ ই।
সত্য সৎ চুলায় গেছে বহ্নি তলেই প্রকট ধরা
কেনই আকাশ বাতাস কাঁদে; নাই সে কেনো
মনোহরা!
জগৎ সাঁই শিং এর গুতোয় বন্দি আজি ধর্ম কলে
তার ঐ দেশে কেনেই বলো; হিংসা দ্বেষের
আগুন জ্বলে?
খুঁজতে অলি গাইতে কলি; সেই দেশেতে ভাবতে চলি
অন্ধ রাজের স্কন্ধে ঝোলাই, হাজার ব্যথার
কথার কলি।