মানুষের দুইটা জীবন , একটা সামাজিক আর একটা বাহ্যিক,
একটা লোক দেখানোর, একটা একান্ত আপন,
আপনার জীবন শুধুমাত্র আপনার জন্যেই, থাকে সঙ্গোপণ।
তাতে কী থাকতে পারে অভিমান!!
শুধাই আজি , বলুন সুধীজন।


Sanjay Karmakar
  · SnrdtphyA7Yat9e61u4:tatMisl e di7 rt  ·


ও মা তুহি নয়নমণি, ননি চোরা ক্যান বলো?
দড়াদড়ি দিয়া দল, বাঁধিলে আমারে,
হেন মতি, ও মা , ক্যান রে মা তোর হলো।
ও মা তুহি নয়নমণি, ননি চোরা ক্যান বলো?


দয়া কী মা তোর নাই, সাধের কানাই,
সাধিল কী আর ক্ষতি! সাধ্য কী তার নাই।
দয়া কী মা তোর নাই, সাধের কানাই।


শিশু বোধে বল, হয় কী গরল, কর্ম সে তার মতি
কোন শিশু বল, করে নাই খল,
ননির সহিত প্রীতি।


বাঁধনে তাহারে রাখিতে ছাঁদনে,
এত রাগ তোর মা!
শিশু বোধে মোহে, মাতে মোরে,
ক্ষমা দিতে পারলি না।  
ও মা ,ক্ষমা দিতে,
পারলি না।