Sanjay Karmakar


  · NfovmSiembper 02 4oat0lo 11:210e tPM  ·

কৃষ্টি আজি কালের গতি
                   কলির পথে ভ্রান্ত দেশে
ঢল সে তথায় ব্যথার আজি
        ছল-শঠতা সন্নিবেশে।
বইছে অবাধ লুঠত সে রাজ
                     বধ্য আজি ভূমির তল
হলাহলের স্রোতের ধারায়
              রনং দেহী অনর্গল।
হিংস্র করাল হৃদ ও মনন
               নাই কো স্নেহ নাইকো দয়া
বসুন্ধরার কোণায় কোণায়
                  কলুষতার করাল ছায়া।
বইছে রুধির স্রোতোস্বিনীর
              বক্ষে সে তার অনেক দুখে
মরছে মানুষ হিংস্র থাবায়
            নাই কো কেহই কপোত সুখে।
দেশ হতে দেশ দেশান্তরে
              যুদ্ধ জিগির ধর্ম ফাঁদ
মান আর হুশের বিনাশ আজি
              শীর্ণ আজি জ্যোৎস্না চাঁদ।
ভ্রান্তিবিলাস আর অভিলাস
              খর সে বায়ু মরুৎ আজি
নাই মমতা নয় সে মানব
            যেদিক তাকাই দানব রাজ-ই।
আয় রে তুফান ছুটিয়ে ঘোড়া
                চক্রধারী বিষ্ণু ওরে
আয় রে নবীন তরুণ হেথা
                                    বন্দী কেনই আজকে ঘরে?