"বঙ্গবন্ধু"


সেই ছেলেটি নামটি তাহার আকাশ ধ্রুবতারা
বাক্য তাহার শান বাঁধানো হৃদয় সোনায় গড়া।
ফজুল মিঁয়া রফিক চাচা লক্ষ হাজার প্রাণ
তার ওই ডাকে রক্ত মেখে গাইলো অমর
গান।
রুদ্ধ কারা শক্তি হারায় তাহার তেজ ও বল
পাক বাহিনী হটিয়ে দিলেন দেশের ঐক্যবল।
অমর সেই কাব্য তাহার স্বাধীনতার ডাক
জাগলো জাতি তাহার তেজেই বাজলো রণ
ঢাক।
সেই ঢাকের ওই নিনাদ তলে প্রলয় ছিল লেখা
রক্ত ঝরার দিন গুলি সেই প্রত্যয়েতেই আঁকা।
বীর বাঙালি জাত সে অতি, নয় তো হীনবল
শুভ্র ধবল উচ্চ সে শির ধন্য সে নাদ
বোল।
অমর তুমি জাতির পিতা অগ্নি তোমার শিখা
প্রণাম তোমায় , তুমি হৃদয় ধামেই রক্ত দিয়ে
আঁকা।