জীবনমুখী লেখা, "বরণ"


২০২০ দিস না বিষ; দুষ্ট গরল বায়
দুঃখ গুলি মিলিয়ে দে না; গঙ্গা জলে
ধায়।
ধায় ধাঁধার ঐ স্কন্ধে বাজে; মারণ বাণের তোপ
মানবতার হার হননে; পরলো কতই
কোপ।
বাষ্প বিষে ভরছে আকাশ, বাতাস কাঁদে মায়
অশ্রু সজল কাঁদছে জায়া; তার কোলেতে
ছায়।
স্নিগ্ধ তোর ঐ বিষ হরণী সুধার ধারা চাই
তোর চরণে বাঁধছি আগল; দিস রে ক্ষমা
টাই।
অনেক আশার ফানুস জ্বেলে বরণ করি কোলে
স্বপ্ন পূরণ করতে ধরায়; যাস না রে তুই
ঢলে।


বিরহের লেখা, "অপেক্ষা"


সে মান কী রাখলে রাধা
মন মানে না বাঁধ;
তাই তো আজি মন ভুলাতে
করছি অপরাধ।


ঘু্ঘুর বাসা বাঁধলে হৃদয়
হারিয়ে তুমি গেলে;
পারলে কেমন এক লহমায়
আমায় গেলে ভুলে!


আকাশ আজি কাঁদছে শ্রাবণ
ঝর ঝর ঝর ঝরে;
পাগল আমি অপেক্ষাতেই
চেয়েই যে রই
দ্বারে।


বিবিধ লেখা, "সরি"


হাই হ্যালোতে কাটছে জীবন
সবাই সরি বলে;
মানবতার জ্বলছে আগুন
দারুন কলির
কোলে।