Sanjay Karmakar
প্রকৃতির লেখা,"বর্ষণ গীত"
  · guJetustSpt onsnooarerwagad  ·


(বিগত কয়েকদিন রাস্তার বাইফারকেশনে লাগানো বেশ উঁচু গাছগুলি লক্ষ্য করছিলাম। জলের অভাবে পাতা ঝরে আধমরা হয়ে গেছে। নজর রাখছিলাম গাছগুলির ওপর। কষ্ট ও হচ্ছিল খুব ওদের জন্য। কাল রাতে তুমুল ঝড় আর বৃষ্টি হয়েছে। ওরা জল পেয়েছে আর আমার মন ও তাই খুবই খুশি আজ। তাই কবিতাটি সরাসরি এখানেই লিখে ফেললাম।)


ডালে ডালে শাখায় শাখায়; আজি তরঙ্গ উতরোল
বর্ষণ গীত মুখরিত তাহে হৃদয়ত হিল্লোল।
ওষ্ঠে আছিল প্রাণ তরুদল তায় ফলক বিহীন সবে
তাহাতে ঝরিলো জলধি অঝোর প্রশান্ত কলরবে।
আমি কবি তায় শুনেছিনু হায় রোদনের ধ্বনি তার
চাতকো চাহনি মেলেছি ক'দিন জপেছি জলধি তায়।
সিন্ধু স্বপনে গোপনে স্বপনে কেঁদেছি নিনাদে রবে
কটু ভাষ সনে, প্রহারে তপনে নিঠুরো বলেছি ভবে।
ডালে ডালে শাখায় শাখায়; আজি তরঙ্গ উতরোল
বর্ষণ গীত মুখরিত তাহে হৃদয়ত হিল্লোল।
ওষ্ঠে আছিল প্রাণ তরুদল তায় ফলক বিহীন সবে
তাহাতে ঝরিলো জলধি অঝোর প্রশান্ত কলরবে।