সোনা বউ সাধের ছিল
সত্য কাকার সাধের ঘর;
কেমন যেন পাল্টে গেল
বছর কয়েক খানিক
পর।


নিত্য দিনে ঝগড়া ঝাটি
তার বউতে পরিপাটি;
খাঁটি খাঁটি বাছাই ঝাড়াই
শব্দ ঝড়ায় মুখ
কপাটি।


শুধুই কী তাই মারতে ঝাড়ু
এদিক ওদিক একটু হলেই;
চিল চিল্লান দেয় যে বঁধু
প্রাণটি কাকার জাতার
কলেই।


বউ এর জ্বালা সয় কী বাপু
রাত বিরাতে বিকট হয়;
ভাবছি আমি মধুর শিশি
মিলন সুধা দুরেই
রয়।


সত্য কাকা সত্য বলেন
শুধাই তারে বারে বারে;
তাই কী কাকা লটকা গাছে
অনেক দুখে লটকে
মরে।