Sanjay Karmakar
JtSpunsSts notnsooSreeiwdmhr  ·
রম্য যুগল কবিতা,"বৃন্দাবন"
"শ ম শহীদ"


১) "পাঁজি ষাড়"(প্রথম ২টি)


বদ-মেজাজী ভীষণ পাঁজি একটা ষাঁড়
গুতো দিতো যাকে তাকে বাঁকিয়ে ঘাড়
একদিন সে তেড়ে এলো আমার দিকে
ভাবলাম দেই শিক্ষা এবার...ষাড়টিকে!
ধরে নিলাম শিং দুটোকে বীরের বেশে
ছুঁড়ে দিলাম আকাশমুখে মেঘের দেশে!
২)  "গোখরো সাপ"
ওরে বাপ! গোখরো সাপ! চেঁচায় লোকে-
দীঘির পাড়ে; আমি ছিলাম খেলার ঝোঁকে।
দৌড়ে গিয়ে- দেখি সাপের কি যে রোষ!
ফণা তুলে করেছে কেবল ফোসঁ আর ফোঁস!
যেই না গেলাম ধরতে তাকে সাহস বুকে-
আমায় দেখেই গোখরো গেলো গর্তে ঢুকে।


"সঞ্জয় কর্মকার"


এই দেখেছো ভয় খেয়েছো গল্প বাঁশের শুনিয়া
ধেড়ে থেকে খোকাই হ'লে একশো দু ধাপ নামিয়া।
বীরের বেশে
নিজের দেশে
প্রেম দিলে সব জলাঞ্জলি; হটাত গেলে থামিয়া।


"শ ম শহীদ"


হা খেয়েছি..ভয় পেয়েছি গল্প বাঁশের শুনিয়া
ফুরুৎ কইরা উইরা গেছে আমার পরাণ মুনিয়া
আইক্যা বাঁশে কয়ডা আছে?
হেইডা নিয়াও ভয়ডা আছে।
নিবার আগে দেখবার চাই একটু খানি গুনিয়া।


"সঞ্জয় কর্মকার"


এই মলেছে কে বলেছে গুণ আর ভাগের অঙ্ক,
বুকের মাঝে মাদল বাজে-ঊলুধ্বনি আর শঙ্খ।
দ্যাখ রে মিয়া
দিবই বিয়া,
উটের কুঁজের মাইয়া লগে; তুর বাজায় দিতেই ডঙ্ক।


"শ ম শহীদ"  


কুঁজো কী ভাবে চিৎ হয়ে শোবে দাদা
হলেও তাকে...মানবো না আমি রাধা!
থাকুক খালি বৃন্দাবন
কিংবা আমার এই জীবন
দোহাই লাগে...বন্ধ রাখো এই সাধা!