Sanjay Karmakar
tuS1a1piotnso nrahresdm  ·
"বৃষ্টি রানী-2"


বৃষ্টি রানী সুরের ধ্বনি বেশ তো তোমার গাও
পাল তুলে মেঘ আমার দাওয়ায় ভাসাও তোমার নাঁও।
নাইতে আমি তোমার রবে টাপুর টুপুর তায়
মন হারিয়ে ভাসতে চলি তোমার আঙিনায়।

বুদ্ধু জানি বৃষ্টি রানী বোঝই না মন মোর
ঝপাৎ করে রুদ্ধ হটাত কেনই করো দোর।
তোমার প্রেমে মাতাল আমি নাইতে চলি গাঁয়
হারিয়ে যে যাও বিষাদ ছায়ে আমার আঙিনায়।


ভাসলে তুমি মেঘের রানী কতোই সুখের দিন
হয় না যেতে ইস্কুলেতে পড়তে ঘোড়ার ডিম।
আর তো শত খাদ্য খাবার হয় না দিতে মুখে
চাল আর ডালে মনটা ভোলে রইতে কতই সুখে।


মা যে আমার শক্ত ভীষণ রাঁধে অনেক ভালো
ডাল খিঁচুরি পাপড় ভাজি হলেই আকাশ কালো।
তোমার আশায় আশায় বাসায় দিব্যি চেয়ে রই
আজ বাদলে মেঘের ঝিলিক বাদল ঝরাও সই।