আলোক প্রদীপ জ্বেলে-প্রদীপ্ত সে রং ঢেলে
   সৃস্টিতে ডানা মিলে-সুদূরেতে রং ঢেলে
             গ্রহ তারা গ্রহাণুতে
  আলয়েতে বলয়েতে-ধুমকেতু রং সাজে
    নীহারিকা নীহারিকা-নীহারিকা মাঝে
            জীবনের বীজ বুনে
         প্রাণে প্রাণে প্রাণে প্রাণে
          গানে গানে গানে গানে
                   ব্রহ্মা।


    ধুলি কণা জলবায়ু- তরঙ্গ রাশি মালা
              নদী খাল সাগরেতে
              প্রদীপ্ত রং ঢেলে
   প্রাণ বায়ু আকাশেতে-ডানা মেলা পঙ্খীতে
        দানবের রুপে কিবা মানবেতে
              সৃস্টিতে মন মেতে
             প্রদীপ্ত শিখা মাঝে
                    ব্রহ্মা


আলোক প্রদীপ জ্বেলে-প্রদীপ্ত সে রং ঢেলে-
            সৃস্টিতে ডানা মিলে-
                    ব্রহ্মা।