হই হই রব বর এসেছে
টোপর মাথায় দিয়ে,
ঊলুর ধ্বনি শঙ্খ যোগান
বরণ ডালা নিয়ে।


পালকি চলে দুলকি চালে
বিয়ের হলো শুরু,
আষার মাসের বর্ষা বাদল
তুমুল তুফান শুরু।


ছাঁদনাতলা উপচে সেথায়
জলের যেমন বান,
ত্রিপল তিপল উড়লো ঝড়ে
বন্ধ বিয়ের গান।


বর বাবাজী বেজায় ভালো
ভিজলো টুপু টুপু,
বলল পুরুত মন্ত্র পড়ো
বাজলো বিয়ের ভোপু।


বিয়ে হলো বৃষ্টি গেলো
মাতলো সবাই ভোজে,
বুবুর সাথে সেলফি নিল
নানান নানান পোজে।