আমার কোনো এক কাব্যিক মন্তব্যের উত্তরে প্রিয় কবি শ.ম. শহীদ একটি কবিতা লিখে উত্তর দিয়েছিলেন যে কবিতায় তিনি দেখিয়েছিলেন যে একটি গরু মাঠে এক ব্যাং কে পায়ের সামনে থেকে সরে যেতে বলে নচেৎ ক্ষুরের তলায় চাপা পড়ে ব্যাংটি মারা যেতে পারে। ব্যাং কিন্তু সরে না গিয়ে উত্তরে বলে তাকে ছোট দেখালেও সে তার শরীরে বাতাস ভরে যখন তখন গরুর চেয়েও বড় হয়ে যেতে পারে আর একথা বলে ব্যাংটি অধিক বায়ু টানতে থাকে আর তাতে সে একসময় ফেটে গিয়ে মরে যায়। (ধরে নিন কবিতাটিতে শ ম শহীদ গরু আর আমি ব্যাং রূপক অর্থে)। তার সে কবিতার জবাবে নিম্নলিখিত কবিতাটি কমেন্ট বক্সে লিখেছিলাম।


০৮/১০/২০২২, ১৭:২০ মি:


ফুটুস করেই কুটুস দিলি মারলি কুনো ব্যাং
সেই দুখেতেই কাঁদলো কূলে ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ।
বাদল রাণী ছটপটানি মেঘ হলো সব জড়ো
আকাশ ভেঙে বৃষ্টি বাদল ঝরলো ঝরো ঝরো।
দু কূল ভাসায় হর এক বাসায় বান এলো শুন তেড়ে
এক বাড়ি জল চালার উপর উঠলো শিশুয় ধেড়ে।
গরু কী আর চড়তে গাছে! জলের তলায় প্রাণ
পলক যেতেই রুদ্ধ শ্বাসে-গেলই গরুর জান।