।   সবুজের সমারোহ-যেথা নির্মল প্রাণ
        চা বাগান-অতি মনোরম
                 দৃষ্টিনন্দন।


           কাঁধে ঝুড়ি হাতে শান
                 চা বাগান।
       শত শ্রমিকের সমারোহ-মনোরম                
              দৃষ্টি নন্দন, চা
                  বাগান।


বাগানেতে ঢুকে পরে-আঁকাবাঁকা সোজা পথে
             চোখ মেলে চেয়ে দেখ
                   নিদারুন;


  লাইন এতে লাইন এতে-সারি সারি দুঃখ
                  কান পতো।


      রাশি রাশি রুগ্নতা-ধরা আছে নগ্নতা
             অনাহারে আঁধা পেটে
             থরে থরে জমে আছে
                      দুঃখ।  


    তারি মাঝে বয়ে চলে-মৃত্যুর সমারোহ
                পেতেছো কী কান
          সবুজের সমারোহ দৃষ্টিনন্দন
                    চা বাগান।