Sanjay Karmakar
  · ftcSJSuSpsfggontt sornoerwd  ·
মানবতাবাদী প্রকাশ,"চৈতন্য"
.
লিখতে হলে পড়তে হবে ঘুরতে হবে খুব
দেখতে হবে জগৎটাকে মন দিয়ে তায় ডুব।
ডুবছে মানুষ ডুবছে জাতি ডুবছে আজি দেশ
কাল করোনার গরল থাবায় দুখের বহে রেশ।
ক্লান্ত মাঝি পাল ভেঙেছে পথের দিশা নাই
তোমার আমার সবার মাঝে চেতনাটাই চাই।
মানতে হবে কোভিড বিধি রইতে হবে দূর
তাইলে সানাই বাজবে রবে সুস্থ হবে সুর।
জগৎ সে তার রূপের বাহার সাধলে ওগো বাঁধ
ন্যুব্জ তার ঐ গহিন খাদে; হবেই বরবাদ।
শস্ত্র তলে আর ধরণী রিক্ততার ওই ছায়
হিংসা দ্বেষের হিংস্র ছোবল অশ্রু বহে হায়।
স্রষ্টা তাহার খিদমদে রাজ; কেনই করো আজ!
সৃষ্টি কেনই করলে ওগো কাল করোনার বাজ?
বাজলো ধ্বনি ধ্বংস গাথা মানব তার ঐ দোষে
স্রষ্টা আজি রুষ্ট অতি ফুঁসছে অনল রোষে।
পাগল কেন হলেই আজি কেনই করো ছল
ভক্তি দিলে শক্তি মিলে মানব সে তার বল।
সে বল হৃদে বইলে মিলে প্রশান্তির ওই ধারা
স্নিগ্ধ মধুর সে তার ছায়া হৃদয় হরণ করা।
তার ঐ পূজন গাইতে সুজন ভাব সে ধারায় চলো
প্রেম আর প্রীতি গাইতে কলি সুহৃদ সুজন বলো।
এক সে মানব এক সে হৃদয় একতার ওই বল
ছিন্ন করে দানব সকল ইবলিসের ওই দল।
আপন যাহা আপন সে নয় অলীক সবই জেনো
আজ যা তোমার কাল সে কারুর সত্য ইহাই মেনো।
বিষয় আশয় ধন পরিবার সবই পিছে রয়
ডাক সে তাহার আসলে সুহৃদ সবই পরের হয়।
আজব দেশের আজব কলের চলছে গজব খেলা
হিংস্রতার ঐ সোপান তলে নিত্য সে দুই বেলা।
ক্লান্ত মাঝি পাল ভেঙেছে পথের দিশা নাই
তোমার আমার সবার মাঝে চেতনাটাই চাই।