চাষার ঘরে চাল বাড়ন্ত ভাতের খালি থাল
ঠিক করেছেন কইতে থাকুন, দিতেই
থাকুন গাল।
ফরের রাজে জ্যান্ত বাজে পাথর যারা ভাঙে
কূল হারা সে ভাসতে চলে, মরা
চরার গাঙে।
দাদা দিদি উড়তে আকাশ গদির টানে চলে
ভোট এলে ঘোট করতে তারা; আচ্ছে
দিন বলে।
লাঙ্গল ফেলে কৃষাণ ভায়া অগ্নিদলে এসো
কর্মকারের দল সে গড়া, আসন
পেতে বসো।
বজ্জাতেরা কোথায় পাবে সুবাস ধানের কড়া
বুঝবে ঠেলা কৃষাণ যদি; হাল না
দেয় ত্বরা।
কাঁদবে তারা জুড়বে দু হাত আসবে নেবে পথে
তখন না হয় ছিনিয়ে নিব, হাল দিও
মাঠ ঘাটে।


বিদ্রোহী লেখা, "সাদায় কালোয়"


কাঁদছে ধরা হতাশ বায়ে রুক্ষ কলির সাজে
স্নিগ্ধ সে নাই মোহন রূপে
চকিত শাণিত বাজে।
ঢঙ্কা বাজে কোণ কোণেতে যুদ্ধ বাজের দল
ভগ্নী জায়া নিগ্রহেতে
বইছে হলাহল।
অশ্রুতলে ভাসতে চলে দেশ হতে ভাই দেশ
রক্ত লহুর বন্যা ছোটে
নগ্নতার ওই বেশ।
কাঁদছে মায়ে পাষাণ কঠিন বইতে শোকের ছায়
ঘূর্ণি বায়ে ঘোরেল ছায়ে
চাইতে ডানে বায়।
হিস হিস রব দাপিয়ে ঘোরে শঙ্খচূরের দল
মান ও হুশ হারিয়ে মানুষ
তিক্ত হীনো বল।
হে আল্লাহ ঈশ্বরেতে সাদায় কালোয় বলি
এসোই নেমে আজকে ধরায়
শান্ত করো
কলি।