Sanjay Karmakar
Just now  ·
যুগল রম্য কবিতা,"চল হরি অনেক হইসে"


"বোঝা"
"শ ম শহীদ"


যতটুকু সাধ্য তোমার
ততটুকু সদয় হও!
গাধা হয়ে- পিঠে কেন
হাতির সমান বোঝা লও?
দু'দিন বাদে
          পড়বে ফাঁদে
নিজকে যদি চতুর কও!


"সঞ্জয় কর্মকার"
·
কও তো বাপু দুই টি ছাওয়াল
গোয়াল ভরা গাই;
তাগো আছে নানান জ্বালা
আমার, সাধ্য সাধন নাই।


ফাঁদেই পড়ি, চাই বাদ ই পড়ি
সে ক্ষণ কী আর ভাবা!
গাধা হয়েই তাই গো বই
হাতির সমান, বাবা!!


"চল হরি অনেক হইসে"


"শ ম শহীদ"


ও...  আচ্ছা!
বাপ-মা দু'জন গাধা-গাধী
তুই ওনাদের বাচ্চা?
বড়ো সত্য, বড়ো সত্য!
বাত বিলকুল সাচ্ছা!  


তাই তো বলি- ক্যামনে পারিস
এত্তো কিছু করতে!
ক্যামনে পারিস গুরু জনের-
ঘাড়ের উপর চড়তে!


আর্ত জনের স্বার্থটুকু-
ক্যামনে পারিস লুটতে
ক্যামনে পারিস এই জগতের
নিয়ম-নীতির টুটতে!


বুঝতে এখন সব পেরেছি
কিচ্ছুটি আর বাকি নাই
আমি শালা আরেক গাধা
তোর খবরই রাখি নাই!!


"সঞ্জয় কর্মকার"


বেশ তো ক'লে মিস্টি সুরে গুণের কাহন ভাই;
জাতের বিচার করলে ঘুলে,অমন
যাচ্ছেতাই!


ভাই; কইছি তোমায় সমাজ কোমায়!
হতচ্ছাড়া সবে; দিন বেলাতে চক্ষু মুদে
ভ্রষ্ট নীড়েই রবে; হরেক দিশায় কিংবা পেশায়
সবাই চু...............ভায়;
ঠগ বঁছতে উজায় গায়ে, দেশটা ভেঙে খায়।


তায়, বাপে আমার গাধাই ছিল মায়েও ছিল তাই
সে সব গুরুর চড়তে ঘাড়ে, আমিও
গাধাই হই।


নীয়ম নীতির বালাই ষাটে-ঘাটে খাওয়াই জল
দামড়া গরুর চামড়া ছাড়ায়, স্বার্থে
লাগাই বল।


চল; চল হরি অনেক হইসে!