Sanjay Karmakar
  · cJnhtSrpuositns slnorcoedwg  ·
মানবতাবাদী প্রকাশ,"ছল"


যুযুধান আজি বিষয় আশয় অশেষ তাহায় মতি
বুঝিলে না হায় কি তার দায়; কি তার দুর্গতি।
ধন ও বিষয় রইলে আশয় প্রেম কি মিলিতে তায়!
নাহি রে অবুঝ কেড়ে নেয় প্রেম বিষে ভরা সেই দায়।
যেদিন ধরণী ত্যাগিবে জীবন পরে রবে পিছে সবে
কেনো গো আজিকে কাঁদিছো সরবে সব ই তো পরের হবে।
কিসের ই লাগি সে মানবো হৃদয় কায় ক্লেশে মুহ্যমান!
বিদায়ো লগনে ভগ্ন রে ভাঁড়; বিদায় সে কূল টান।
অশ্রু ঝরায়ে যাহাদের আজি দলিছো পদের তলে
বিষয়ো লাগি সে প্রেমের মুকুর টেনে নিলে আজি গলে।
রহিবে কি ধন রহিমে যেদিন মিলিতে তাহার ই তল
কাটার মুকুরে রক্ত ঝরাতে কেনো গো শতেকো ছল?