চাওয়া পাওয়া জীবনের বড় এক অঙ্গ
পেতে চায় সব্বাই সুখ করে ভঙ্গ।
সঙ্কটে যে বা করে ক্ষতে ভরে দেয় প্রাণ
প্রসূনেতে দলে পদে ধনের ওই গাহে গান।
তার গতি অশনিত বিষে ভরা হৃদ তার
আর কিছু নহে সে তো বরাহের ই অবতার।
জীবনের গতি ধারা আঁকা বাঁকা উঁচু নিচু
দিন ঢলে প্রাণ ঢলে সদা যম করে পিছু।
কি হবে কি ধন তার ই সদা কায় কামনাতে
যমালয়ে কড়ি নাই নরকেতে স্থান হবে।