Sanjay Karmakar
badge icon
Founding Members
  · ftSpSoJrouhnssit ornowdeadf  ·
রূপক ছড়া কবিতা, "ছায়ার সাথেই রণ"
.
হারামজাদা দন্ত বিশাল তার বাপের ওই পাপ
শ্বাপদ তিনি দুই পায়ের ওই সারমেয় তার বাপ।
হস্তে তাহার চিঁমটা যে রয় কলজে ভরা পাপে
মা যে তাহার নগ্ন কলি বরাহ তার বাপে।
দুই পায়ের ওই জ্যান্ত পশু হারাম তাহার রণ
মদ খালি সে রাতির বেলা রোজ ই নবাব হন।
খাচ্ছে লাথি আতি পাতি অদ্য বটুক ভাই
মদ মদিরায় খাচ্ছে খাঁবি বদলা নিতেই তাই।
বদল কি ভায় অতই সিঁধা রূপক দেশের রাজ এ!
সর্ষে ফোরণ দিয়েই মারণ জারন কি আর সাজে?
তাই তো পাগল-লা-গলভো, মন্টু বটুক হন
বিড়বিড়িয়ে দ্যান সে গালি; ছায়ার সাথেই রণ।