প্রতিঃ
মা। শূন্য নম্বর গলি,শান্তি সদন,
পুলিশ স্টেশনঃ নাই, স্বর্গ, পিন নম্বরঃ শূন্যশূন্যশূন্য-শূন্যশূন্যশূন্য,


প্রিয় মা,


তোমার-
।     নয়নতারায় তৃপ্ত হৃদয়-গুপ্ত হলো ব্যথা-
              আনন্দেরি অশ্রুনীরে-
               তোমায় ভালবাসা।


তোমায় পেয়ে তৃপ্ত হৃদয়-খুশির জোয়ার প্রাণে-
           গাইছি শুধুই প্রাণের গান-
               কাব্যগাঁথা সনে।


তোমার মুখের দীপ্তি মাঝে-হারিয়ে গিয়ে প্রাণ-
             তপ্ত হৃদয় শান্ত হলো-
                তোমায় প্রণাম।


এমনি করেই জীবন ভরে-মা তোমায় যেন পাই-
             দিব্যি দিয়ে বলছি মা-
              তোমায় আমি চাই।


   আমার জীবন কঠিন সাধন-অশান্তিতে ঘোর-
           তারি মাঝে তোমায় পেয়ে-
              শান্ত আলো ভোর।


      প্রশান্তিতে মন ভরে যায়-দুঃখ নিবারন-
          মা নয়ন মেলে দেখছি তোমায়-
               দেখছি সুখ সদন।


শান্তিতে মোর মন ডুবে য়ায়-তোমার চোখে চাওয়া-
               মা তুমি স্বর্ণময়ী-
               স্বর্ণসুখের মায়া।


    মা তুমি আলোকমুখী-স্নিগ্ধ জলের ধারা-
            মা তোমার নজর দেখি-
                 প্রশান্তিতে ভরা।


      মা তোমার চরনতলে -আমার নিবেদন-
               মা তুমি আমায় ছেড়ে-
                আকুল করা প্রাণ।


  মা তুমি আমার কাব্যে রও-স্তবক প্রতি প্রতি-
             মা তুমি আলোক ঝড়াও-
               প্রেম ভাব সম্পৃতি।


   তোমায় পেয়ে আমার প্রাণ-খুশির রঙ্গে রাঙ্গা-
             মা তুমি আমার হৃদে-
               নিত্য দুই বেলা।


                               ইতি , তোমার প্রিয়, সঞ্জয় কর্মকার।