(কোনও একদিন লিখেছিলাম। কালের স্রোতে হারিয়ে যাবে তাই প্রকাশ দিলাম)
(সরকারি স্কুলে পড়াশোনা না করলে সরকারি চাকরি নয়, চাই। স্লোগান তুলুন। আজ ইন্টারনেটে ঝারখন্ড সরকারের ইস্তেহার দেখলাম)


"ছবি"


না গো দাদু সেসব ছবি আজ দোকানে চলেই না
আঁকলে পাহাড় কিংবা নদী দাবার চালে ভোলেই না।
দিন কাল আজ পাল্টে গেছে ওসব ছবি তোমরা আঁকো
ঝর্ণা ধারা সফেন ফেনা আঁকতে পারো নদীর
বাঁক ও।


পথের পাশের হ্যাংলা ছেলে দশ ভিখারি রয় যেখানে
কাগজ কলম নিয়ে দাদু যেতেও পারো ঐ সেখানে।
আকাশ তারা আঁকতে পারো জ্যোৎস্না যেথায় স্নিগ্ধ আলো
আবোল তাবোল সে সব ছবি নয় কো দাদু
একটু ভালো।


আমরা আঁকি হীরের কণা মডেল সডেল সুস্ম নারী
বার জলসা নাচের দেশে পাল্লা মোদের অনেক ভারি।
পাল্লা দিয়ে আঁকছি সবাই রাস্তা ঘাট; বাস ও ট্রেনে
আব্রু কেমন যাচ্ছে চলে মা বোনেদের
ফেলেই ড্রেনে।


এসব ছবির ভাঁও গো দাদু এঁকে দিলেই দেদার চলে
আবোল তাবোল কি সব ছবি; আঁকতে তুমি
যাচ্ছ বলে!