Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত


  · 8Spns78c7f10r4htt 1h8rsfme  ·
" ছিঁচকে কাঁদন"


হায় রে আবার! ছিঁচকে কাঁদন চোখের জলে ভিজা
ক্যান রবো পাশ বিপদ আপদ! দেখতে লাগে মজা।
দূরের থিকাই দেখা ভালো থাকলে কাছে গোল
হাত বাড়াবে চাইবে রে ধন, লাগবে গন্ডগোল।
তাই সরে যাই দুখের দিনে এটাই কালের রীতি
মা কইসে আরো দূরে; সামনে গেলেই ভীতি।
শিক্ষা মায়ের ভুলবো নাকো সারা জীবন ভর
আর বেসাতি করবো ধরায় চিটিং ফিটিং তর।
শিক্ষা মোদের এটাই ভালো মা যে আমার বেশ
আর গোল্লায় যাক না ধরা যাক না মোদের দেশ।


Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত


  · 8Spns78c7f10r8htt 1h8rsfme  ·
"গোড় দিব"


ইনজারি জানি নাতো বঙ্গ রতন
খুলা মাঠে হাগি মোরা করিয়া যতন
যাহা পাই গিলে খাই চুপিসারে আড়ালেতে
ফাঁদ পেতে দেই রাহে নিজ নিজ সুখ পেতে।
ফঁদে ফেলে অবহেলে কেড়ে নেই পাই যাহা
রক্তের নেশা ঘোর মুখে মিছা বলি আহা!
বলিহারি বলে হরি হরিহর দুই ভায়ে
খোলা খাপ তরবারি খেলাখেলি করি দা-এ।
সাহসের বলিহারি বান্দা সে বলদের
গেড়ে দিব গোড় দিব ইনজারি শালাদের।