ঝির ঝির বৃষ্টিতে রাম শ্যাম ভিজছিল
সব লোকে জানতই, তারা দুই চিজ ছিল।
গাছ হতে ফল চুরি নিয়ে যেতে ঝুড়ি ঝুড়ি
ঢিল মেরে জানালাতে বকা দিলে
দিল ছুড়ি।


তান্ডবে তাদের ঐ হলো খুব হই হই
পিটাবেই বলে সবে তারা দুই গেল কই!
দিন ভর খুঁজে খুঁজে নাই সাড়া পেল তারা
তাদের ঐ মা যে ভাই ভয়ে হলো
দিশেহারা।


রাত হলো ঘরে গেল, যারা ভাই খুঁজছিল
ধীরে ধীরে ঘরে ঘরে আলো টালো নিভছিল।
রাম শ্যাম কালি মেখে সারা গায়ে মিশকালো
তাদের ঐ ঘরে ঘরে দ্বারে দ্বারে
হানা দিল।


ভয়েতেই শিরদাঁড়া থরো থরো কাঁপে সবে
ভূতে হানা দিছে গাঁ এ-ভাবে সবে কী যে হবে।
নাকী নাকী সুর তুলে ভূত ভায়া বলে সবে
রাম শ্যাম আমাদেরই-পিটালেই
পস্তাবে।


পিন্ডিটা চটকাবো-দিব ঘাড় মচকান
মাথা থেকে টান মেরে, ছিড়ে দিব দুই কান।
পর দিন থেকে ভাই-রামা শ্যামা ওস্তাদী
ভয়ে চুপ সব্বাই-বকা ঝকা সব
বাদ ই।