Sanjay Karmakar
  · 6 hrs  ·
"শিশু শ্রম"


জ্যোৎস্না ভাবি তার ঐ পতি মরলো করাল ব্যামো
আকাশ মাথায় পড়লো ভেঙে বজ্র সম যেনো।
দুইটি পোলা সাত থিকা দশ বয়স তাগো শুনো
কেই বা দিবে খাদ্য খাবার সমাজ তো ভাই বুনো।
জ্যোৎস্না ভাবি চার বাড়িতে বাসন মাজার কাজ
ঘর দোর তার সাফ সুফেতে খাদ্য আনে আজ।
তাই কি পোহায় জ্যান্ত জ্বালা আধা পেটেই দিন
নাই করুণা কেউ করে না সমাজ দাদা দীন।
রুগ্ন শরীর তাই কি মাতে দেখতে বলো পারে
আসলো বণিক দাদন দিল দুই ছাওলের পরে।
শ্রমের বদল খাদ্য খাবার বসত তার ঐ ঘরে
এমুন তরা ডাক ছিল মা ফেলতে কি গো পারে!!
তার দুয়ারে সমর্পণই অনেক সুখের তাই
শিশু শ্রম; তাই বলি কি; বিধায় যে আর নাই।


(আমার লেখা উপরিউক্ত কবিতাটির আমার করা ইংরেজি অনুবাদ)
"Child Labour"


Jyotsna Bhabi lost her husband in fatal accident
the sky fell on her head like a thunderbolt in that incident.
there are two of her sons; aged about seven to ten
who will give them food when the society is the blind to pretend?
Jyotsna Bhabi works to wash dishes in four houses
cleans the houses to provide food to them working in garbage.
Can she fulfill everyone to feed by small earnings
no one is kind to them nor there are such blessings.
One day the merchant gave offer to give two of her son
in exchange for labour, food will be given to that bloom,
can a mother could refuse such a golden call?
when surrendering can carry food & shelter in return!
.
Child labour; So what do I say has no alternative
the society has no real ideas it to thrive.