“ চির অম্লান”


(সমগ্র বিশ্বে যে সকল ডাক্তার নার্স স্বাস্থকর্মী নিজেদের জীবন বাজি রেখে দিন রাত করোনা রোগীদের স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছেন তাদের সম্মানে আমার ক্ষুদ্র এক নিবেদন।)


জীবন যেথায় ক্লান্ত নিশায় ব্যাধির ধরা গাঙে
দীপ্ত শিখায় তোমার পেশায়, তুমি; ধন্য ধরাধামে।
মানব সেবার মহান ব্রতে লক্ষ্যে তুমি স্থির
প্রশান্তির ওই স্নিগ্ধ ভূমে; তুমি
মহান বীর।
মরণ ভূমি প্রলয় যেথা নয় কো তুমি ম্লান
জীবন দানে দেব প্রতিভূ গাইছি তোমার গান।
ধন্য তুমি ধন্য র'বে কান্তি প্রভায় তব
হৃদয় নীড়ে উড়ান তোমার দুহাত
জুড়ে কবো।
আজ করোনা ক্ষেত্র ভূমে সবাই ভিতর দ্বারে
দ্বার সে ভুলে সেবার মূলে, তুমি; হাসপাতালের ঘরে।
রাত্র দিবা বিরাম রহিত মুষ্ঠে লয়ে প্রাণ
তোমার সেবায় গর্বে মানব, তুমি;
রইবে চির ভাস্বর চির
অম্লান।


অপরিণামদর্শিতা


বায়োলজিক্যাল উয়েপেন কতটা মারাত্মক হতে পারে এক করোনাই বুঝিয়ে দিয়েছে হাড়ে হাড়ে। অথচ সেসব দেশ এই জৈব অস্ত্র প্রস্তুত করতেই আজকাল নিমগ্ন। যদিও বা করোনা প্রাকৃতিক পদ্ধতিতেই (প্রশ্ন আছে) সৃষ্ট তবে এর চেয়েও অনেক ঘাতক সমরাস্ত্র তৈরি করতে সে সকল দেশ মগ্ন। তারা শুধুমাত্র তাদের নয় সমগ্র মানব জাতিকে নিশ্চিহ্ন করবার তদ্বির করে যাচ্ছে কেবল তাদের অপরিণামদর্শিতায়।


(ইন্টারনেট পরিষেবা ছিন্ন থাকবার কারণে কাল রাতে প্রকাশ দিতে পারি নাই। দুঃখিত তাই)