“চোখের মণি”


মা যে আমার চোখের মণি হৃদয় বর্তিকা
স্বর্গের চেয়ে বড় সে যে, তার; হৃদয়
মৃত্তিকা।
ধারণ করেন লালন করেন পালন করেন মা
মা যে আমার নাড়ির সে টান; তার, নাইকো
উপমা।
সন্তান কু হলেও হতে মা হয় না ক্রুর
আঁখির তলে বন্যা যে বয়; কেউ, তার হতে নেই
বড়।
বিবেক বোধে মহান সে তার, তার উঁচু নাই দেবী
তিনিই আমার স্বর্গ নরক, দুঃখ সুখের
বোধ ই।


(উপরিউক্ত লেখাটির আমার করা ইংরেজি অনুবাদ)
“Mom”


Mom is the glimpse of my
heart and soul, ray of my
eye.
She is greater than heaven
her heart as soft as the soil
She is much more than
penny and
pie.
She reared and bears mine
she is the triumph of my pulse;
She is supreme all
time.
Devils, might have been son but mom
she can't be cruel but flooded in mourn
nothing could be as big as
mom.
She is great in heart
much more than the goddess
she is my heaven and hell
joy and sorrows
she is full and final for me
she is mine
goddess.


চোখের জলে লেখা, "অভিমান", (ছড়া কবিতা)


খুকুমনির সাধের সে ঘর বুলবুলিতে ভাঙে
কাঁদছে খুকু শূন্য চোখে, পানির ভরা
গাঙে।
ছোট্ট খুকি ভাবতে থাকে কেনই কুটির তার
সাত মহলা হলেই তো আর; ভাঙতো নাতো
ঘর।
বাবায় কহে আজই তুমি বানাও সে গড় ভূমি
ছোট্ট খুকি বুঝতে কী আর; বিরান সে হৃদ
জমি।
কাঁদছে খুকি কাঁদছে বাপে কাঁদছে রে আসমান
নিলয় গেছে সে দুখ নাই; খুকুর
অভিমান।


“মানবতা”


মন্দিরে নয় বন্দিরে প্রাণ মাঠেই চাষার ঘাট
তন্তু ফলায় শক্ত হাতে; নেই কোনও ঠাট
বাট।
সোনার ফসল উগলে সে দেয় হাল বলদে চলে
কেউ নেই আজ আসপাশেতেই; মাল্য দিতেই
গলে।
গিলেই শুধু কথাচ্ছলে; কথায় ভাজে কূল
মহল গড়ে ছল চাতুরির; দিতেই চলে
গুল।
গুল মোহরে আকাশ বাতাস শুল্ক মাতার আঁখ
মা জননী কেঁদেই ফেরে; নাই উড়ে না
পাখ।
পথের বাঁকে অমল হাঁকে দধির হাঁড়ির বাক
আজ দরিয়ায় ভাসতে রে ভায়; সে, না হয়
থাক।
লজ্জায় লাল হবেই বলি শুনলে সেসব কথা
হৃদ সাগরে উঠবে তুফান, কেমন
মানবতা!