এমন সে দেশ কোথায় আছে খুঁজতে সে তল দিশা
খেই হারিয়ে দৃষ্টি ঘোলা জল জিলেবির
নেশা।


হারিয়ে ভূ লোক নগ্ন ভূষণ বিভীষিকা্র রাজ
মানবতার মান হানিতে তপ্ত গরল
সাজ।


উড়িয়ে কেতন বিজয় গানে হিংসা দ্বেষের বান
হিস হিস রব চৌদিকেতে প্রাণ করে
আনচান।


প্রেম সে বাণী দূর কিনারায় খাদের পানেই বয়
চোরা বালির ফাঁদ ফোঁকরে জীবন শুধুই
ভয়।


ভালোবাসা খুঁজতে ভূমে দুঃখ শুধুই পাই
তাই তো কালি সাদা কালোয়, ব্যথাই শুধু
গাই।


প্রতিবাদী লেখা, "ইমান"


নিজের বেলায় আঁটিশুটি সবাই জানি হয়
পরের বেলায় চিমটি কেটে; ভীষণ জোরে
কয়।
যেদিন সোনায় সোহাগ হলো তোমার দেশের মাটি
সত্যি বলো কোথায় ছিল; ইমান তোমার
খাঁটি!
আজ ল্যজেতে পড়তে পা যেই; মেজাজ ওঠে ক্ষেপে
চিল চিল্লান হল্লা বোলেই; কইছো কথা
মেপে।
মানবতার চূর্ণ যখন হলোই তোমার গাঁয়
কোথায় ছিল কলির ভূষণ; তোমার ডানে
বায়!