"চশমা বিহার সম্পূর্ণ"
- সঞ্জয় কর্মকার, বৈদূর্য কবি
(মোবাইল ঘাটাঘাটি করার সময় দুর্ঘটনাবশত লেখাটি মুছে গিয়েছিল তবে কম্পিউটারে পেজটি খোলা ছিল। কপি করে রেখে দিয়েছিলাম সেখান থেকে, আজ পুনরায় প্রকাশ দিলাম একটি ছোট লেখার সাথে)


"চশমা বিহার"


চশমা ওমা!! দাঁড়ি কমা, উড়লো নাকি বাগে,
দুইটা পাখায় ভর করে বা, ভরছি নাকি ব্যাগে!!
উথাল পাথাল, উঠলো সে ঝড়
বৌ বলে যাঃ ডুবেই মর,
কেউ দেখেনি, চশমাখানি, নাকের ডগার আগে।


যেই পেয়েছি, সেই ধরেছি, নাকের ডগা তারি,
তার নিচে গোঁফ, তার ঐ ফাঁকে, চশমা ও ছাগ দাঁড়ি,
বৌ বলে আর খবরদার
আর হবে নি চশমা বিহার,
পাঠায় আমায়, কণ্ঠ বোমায়, সাগর দিতেই পাড়ি।


যেই না গেছি সাগর পাড়ে, ব্যাঙ উঠেছে বোটে,
এক্কেবারে সত্যি কথা, ধপ মারিনি মোটে।
ও বৌ, তোর চরণ ধরি,
দিস নে আর, লাগছে ভারী,
চশমা বিহার, করবো না আর, লাগাম লাগা ঠোঁটে।


ব্যাঙ কী শোনে! কাঁথাই বোনে, সানাই হলো ফেল,
ঘ্যাঙর ঘ্যাঙর, চ্যাং আর চাঙর; ভোকাল কর্ডের খেল।
ভাঙলো আকাশ মাথার পর
ধনুক ও তার তীক্ষ্ণ শর,
আছাড়ে পড়ে, চশমা প'রে, দূর সে দিলই ঢেল।


একটি হলো দশটি তার, একলা সে কাঁচ, ফ্রেমের পর,
দু হাত ভরে, তুলেই তারে, বউ বলে নে, চশমা ধর।
ধরবো কী আর, কোন কারণে!
যায় কী পড়া একটি কানে?
রণ আর বনে, তার স্মরণে; চলছি একা, ধরার পর।


Sanjay Karmakar


  ·
teodsS4h5f508shfu622far2·
"রণ"


নুন আনতে পান্তা ফুরোয়, মাছের মুড়োর গান,
শক্ত গেঁড়ো, জীবন কাহন, আশায় হত প্রাণ।
স্বপ্ন তার ঐ, আকাশ ছোঁয়া,
আধ সের আর; তিন পোয়া,
মধ্যবিত্ত, নিত্য তার ওই, চলতে যে রয় রণ।