Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
badge icon
Founding Members
  · FuerStbghShrSuaidry l2S0 poSsat m7:n2hsuioru8e PdMrccfce  ·
রম্য রূপক কবিতা"চোস্ত খাসা"
.
ধর্মে মতি কুথায় পাবে আজ আধুনা দিন কালে
হন্য হয়ে পণ্য খোঁজা যাবেই দাদা দিন গলে।
লুপ্ত আজি ভাব সে মতি দীপ্ত উজল ত্বক মানে
শাড়ি কাপড় ওড়না তা রদ; অধর্মের ওই বোল তানে।
পাহাড় চূড়ায় শিঙ্গা ফুকা ফুকতে গেলে দোষ নাই
অঙ্গ জড়ায় জোড়ায় জোড়ায়;পথ আর মাঠে রোশনাই।
আব্রু গেছে দূর সে সাগর;টপ আর বটম চোস্ত খাসা
নয়ন শোভিত সেই সে দেশে; ডালিম ফলে আস্ত ডাসা।
হায় বসুধা সুধায় আজি মন মদিরা লোভিত হয়
মন্দ তো নয় তবুও তো আঁখ; পথ ঘাটে বেশ ব্যস্ত রয়।