Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
badge icon
Founding Members
  · JtgfuSpondst shouornrcedowof  ·
রম্য রচনা, "চুলোচুলি"-দ্বিতীয় পর্ব


চাওয়া চাইয়ি দূর শালা
মামী নয় ডাইনি;
মামা বড় ভোলে ভালা
দশ দিন খায় নি।


পরি মরি ঠ্যালা বড়
মামী সে তো ঝক্কি;
ফ্যুত করে গলে গেল
যেন পাখ পক্ষী।


বাপের ওই বাড়িতে
চলে গেল তড়িৎ এ;
মামা জান নাই প্রাণ
ভাবে কেন মরিতে!


তাই মামা জুত সই
খেয়ে নিল আসমান;
মামা নাই মামী নাই
তাই দুখে ভরে
প্রাণ।
____________________________________
যারা প্রথম পর্ব পাঠ করেন নাই পাঠ করে দেখতে পারেন।


"চুলাচুলি"


মামি বলে যাই যাই
মামা বলে আ জা;
খেয়ে নেয়ে বাড়ি যা
ইলিশের ভাজা।


মামি বলে দূর ছাই
মামা হাই হ্যালো;
কতটুক আর খাবে!
কাটা খাবে হুলো।


মামি বলে মনটি
নিবে নাকি জান টি;
আমি বুঝি কেউ নয়!
ভাগ্নেই প্রাণ টি!


মামা মামি চুলাচুলি
রণ বাজে বাদ্যি;
লাঠি ঝ্যাটা মারামারি
ছুটে আসে বদ্যি।


না গো মামা ধামা বাজা
কাম নাই খাদ্যে;
তেল দিয়ে ফ্রাই করে
কবি লিখে
পদ্যে।