।     উরিবাবা উড়িবাবা এ কেমন চিত্র-
           জীবকুলে জীবকুলে-
            এ কেমন বৈচিত্র।


দাউ দাউ দাউ দাউ-বহ্নির আলোকেতে
          রাগে ভরা মন যবে-
          দুখ ভরা ধানখেতে।


  দুখ নাই দুখ নাই-ক্রোধে ভরে মনটা
           দাউ দাউ দাউ দাউ-
            জ্বলে যেন প্রানটা।


    জ্বালাজ্বারি যন্ত্রণা-গনগনা গনগনা
          ফুলে ফুলে দুলে দুলে-
  ফুলকিতে মন মিলে-দাউ দাউ দাউ দাউ...।
  
    ক্রোধ বস মানে না-জ্ঞান হুশ জানে না
           বোঝাপরা কিছু নাই-
            কপালটা পুরে ছাই;
            মারামারি খুনোখুনি-
             গনগনে বুলি তুলি.........


     কান্নায় কান্নায়-সংসার যায় ভেসে
           প্রিয়া দুধ সাদা বেশে-
                  কপাল