Sanjay Karmakar
badge icon
Founding Members
  · 32 mins  ·
দেশাত্মবোধক প্রকাশ, "দাদন"


রক্তের ঋণ শোধানো কি দায়! সোনায় সোহাগ মাখা
অমোঘ সে দান দাদন সে হায় অমর কাব্য গাথা।
বিশ্ব নমিত নিমীলিত তায় নমনে তাহারি গীত
আজিকে একুশে বাজিছে পরাণে; স্তুতি সে সঙ্গীত।
বরাভয় হয় বঙ্গ তাহার ই; স্তপতি সে জন তায়
মুখরিত বোল বুলি সে তাহারি; দিকে দিকে আজি ধায়।
লোভিতে শোভিতে সুর সে তাহার ই উদয়নে আজ পূবে
বাজিছে গরবে বিশ্ব মাঝারে গগনো ভেড়িতে রবে।
এলো সে দিন একুশের ঋণ সাধিবারে রণ ব্রত
ভাষা লাগি প্রাণ দানিবারে তায় যুগ কালে আবিরত।