সকলি তো /যাবে গো চলে/ বিশ ভাঁও জলের তলে/ ডাক এলে ওই পাড়ে/ডাক এলে ওই পাড়ে।
ধনেরই লাগিয়া/পিরিতি মরিলি/ কী ছলে কী/ বলে কী করিলি/সকলি রইবে পড়ে/সকলি রইবে পড়ে।
সাধের ই জনমে/ দিলি না মরমে/ মায়ারই বাঁধনে/ বইলি রে তুই ঘর/বইলি রে তুই ঘর।
আপনে চিনিলি/ পিরিতি মরিলি/ সাধিলি না তুই পর।  
সকলি তো /যাবে গো চলে/ বিশ ভাঁও জলের তলে/ ডাক এলে ওই পাড়ে/ডাক এলে ওই পাড়ে/ডাক এলে ওই পাড়ে।