Sanjay Karmakar
badge icon
Founding Members
  · ctgoiJSSuslt ptalonsonreodw  ·
রম্য ছড়া কবিতা"দামড়া গরু"
.
এই সেড়েছে কাম, এত্ত বদনাম!
কুন কুলের ঐ পক্ষী তুমি কুথায় তুমার ধাম।
তাক ধি না ধিন বোল, সব ওই হরিবোল
সহজ সরল রইলে গাঁয়ে, সবাই বাজায় ঢোল।
ঢোলক নিলে তুলে, চামড়া দিলে খুলে!
আস্ত ঢেকি গিলায় দিলে! মারলে কুঠার মূলে।
মূল ই বলো ফুল ই বলো দামড়া গরু আমি
ইচ্ছে হলেই কিচ্ছে বানাও সপাট ধরি ভূমি।
ভূমির তলেই বসত আমার খাদ্য খাবার ঘাস
বাক্যি দিয়েই মহল বানাই জানবে বারোমাস।


এক ঘন্টা কম্পিউটারে বসলে ১০ মিনিট হয়তো দয়া করে ঠিক ঠাক চলে বাকি ৫০ মিনিট ব্রোসার আন রেস্পন্সিভ হয়ে থাকে। তাই দুঃখিত সবার লেখায় যেতে পারছি না। কাল কম্পিউটারের লোক ঠিক করে দিলে ডাবল ডাবল পাঠ করে পুষিয়ে দিব।