Sanjay Karmakar
  · JutmsotSmdponstore mnooordtw  ·
(আজ আমার শুভ জন্মদিনে মা'এর প্রতি উৎসর্গীকৃত কবিতা)
আমার সমস্ত শুভানুধ্যায়ী স্বজনদের আমার আন্তরিক কৃতজ্ঞতা
"আজিকে নিনাদ"


আজিকে নিনাদ কেঁদেছি এ ভব জন্মে মায়ের কোলে
দিন যায় কাল বর্ষ হেলায় সমুখ সে পান চেয়ে।
দুধের সেদিন বাল্য তথায় মায়ের আঁচল তল
পরম সে সুখ বর্ষ পুরান পুষ্প সে তার দল।
বইতে ধরায় পুণ্য ধারায় দ্বারকার ওই দ্বার
সে দিন ছিল মায়ের আঁচল পরম মমতার।
প্রবহণের স্নিগ্ধ বারি জাহ্নবীর ওই স্রোত
জড়িয়ে সে কায় তার ওই প্রভায় রইতে ওতপ্রোত।
দিব্য তথায় শিক্ষা তার ওই বইতে জীবন তরী
দান সে তাহার স্নেহের সে দান মাথায় সদাই ধরি।
কিশোর তরুণ দীপ্ত সুধা সেই সে গগন তল
নাই কো থামার দেশ মানেতে চলতে অনর্গল।
পিতৃ ঋণের দায় কি বোঝা ওই সে উজল দিনে
আজ সমরে জীবন ভাতি করুণ তোমার বিনে।


ক্লান্ত আজি রণ সে বাহার সংঘাতের ঐ রাহে
কেউ না রহে সুজন তথায় সাধতে সে হৃদ তাহে।
দুখ সে আজি কপোল ভাতি ব্যাপ্ত সীমানায়
পঙ্কতার ওই কর্দমেতে লিপ্ত কালি তায়।
বহ্নি তার ওই দীপ্তি বাড়ি ঘাত সে অহরহ
হাল ছেঁড়া পাল বইতে সাগর চাই মা তোমার স্নেহ।


(উপরিউক্ত আমার লেখা বাংলা কবিতাটির আমার করা ইংরেজি অনুবাদ)
* ব্রততী ষষ্ট তথা পূর্ণাঙ্গ পর্ব আগামীকাল প্রকাশ দেবার চেষ্টা করবো।


"desire"


Born into this world this day, I cried on the lap of my mom
from that day onward, days after days ,year after year has gone
I spent my childhood happily in the lap of the mother
In those old days, she thought me nothing
but a petal of flower together.
She was the entrance of heaven for me to walk on this earth
I was under her fringe of love and affection after birth
she was as holy as the stream of the holy Ganges
I was warped with her in that sacred stream thus.
I sail the boat of life with the lessons which she teaches me divine
I always keep that lessons in the front of my heart line.
I spent my youth in the shadow of her generous sky
lively in my youth on the day I walk recklessly on thy.
I did not have the ability to understand
the contribution of dad on such hilarious day
today, my heart ached when I understood how great was he to say.


Now-a-days I am tired of carrying my life in conflict various
on the days of my grief all the kinsman they ignore and bypass
now pain and sorrow always touch my heart and soul
in tears, all it makes me tarnished in its role.
The fire engulf me and hit me again and again
I want your affection, mom, to sail life in pain.