(সারমর্মঃ আজকের দিনে মা এর চেয়ে বউ এর দামই বেশী দেয় সন্তানেরা)


বাঁশের চেয়ে কঞ্চি বড়
বড়বাবু যথা;
অফিস টফিস কোর্ট কাছারী
বলতে গেলে
কথা।


দুধের থেকে ক্ষীর ও দই
বেশ ভালো ভাই খেতে;
ব্যাঙের থেকে ঘ্যাংর দামি
বৃষ্টি বাদল
পেতে।


মোটা চালের গরম ভাত
তার চেয়ে ভালো পিঠে;
বেশ রসালো সুস্বাদ তার ঐ
দারুন লাগে
খেতে।


তাই তো ভায়া আজকে দিনে
পিতা মাতার নাইকো দাম;
ছেলে পুলে পাঠায় তাদের
বৃদ্ধাশ্রম ঐ পরম
ধাম।