Sanjay Karmakar
  · 1d .


পাগরী বেঁধে চাকনা রেঁধে জ্বীনটা ডাকে ঐ
কই গ্যালি তুই হরির বাপে, আনরে ছুটে মই।
মগরা হাটে মরার খাটে জিন্দা ঘাটের মরা
আলু পটল গাজর মূলো মুসুর ডালের বড়া।
তালুই খালুই তীর আর শূল-ওই; ছুটছে সাথে নিয়ে
জ্বীনটা বলে খুব ক্ষেপেছে নাড়ার মাথা দিয়ে।
নড়িস নারে বারে বারে-মুন্ডু যাবে ঘ্যাচ
তার চেয়ে বরং শিখিই ধরং জ্বীনটা ধরার প্যাচ।


বিঃদ্রঃ লেখাটি গত ২২/১০/২০২২ তারিখে প্রিয় কবি শ.ম. শহীদের প্রকাশিত কবিতা,"আজব কান্ড" কবিতায় কমেন্ট করতে গিয়ে সেখানে কমেন্ট বক্সে লিখেছিলাম।