Sanjay Karmakar


  · 17tS 1h0ch80ar0tsa9s5reld5t0  ·
"ধর্মহারা-পাঁচ তথা শেষ ভাগ"


ঘুর্ণি যেমন প্রবল ও মা টুটবো ওদের প'র
উড়িয়ে ধুলো ছুটিয়ে ঘোড়া ভাঙবো তাঁতির ঘর।
বজ্জাতির ওই ধ্বজা তলে আগুন দেবো জ্বেলে
তাপ ও দহন পুড়বে সে ঘর জ্বালবে তোমার ছেলে।


অহং সে বোধ দহন জ্বালায় ভস্ম হবে খাক
ও মা তোমার আশীস দিও বাজবে রণঢাক।
রক্ত আমার ফুটছে অনল ফুটছে অনল তেজে
হৃদয় আজি ক্রোধিত সে তল সাজাও রণসাজে।


দু চোখ ধারায় কপোল হারায় মা যে খোকার প'রে
দু-হাত বুকে জড়িয়ে খোকায় চুমায় দিলো ভরে।
মিষ্টি খোকন সোনা আমার মানিক আমার ধন
হ্যা রে খোকন বলছে খোকায় সাধিস রে তোর পণ।


মানুষ আজি নাই কো ধরা রুধির বহে বান
আর সে অনল সে তার বাড়ি হারায় হাজার প্রাণ।
সোনা আমার যাও গো ত্বরা জ্বালতে সে দীপ আজ
ছুটিয়ে ঘোড়া যাও গো ত্বরা গড়তে মানব রাজ।


(চোখের জলে লেখা। লেখাটি লিখবার পর এতটাই বিষন্নতা গ্রাস করেছিল যে সারাদিন না কোনও কবিতা পাঠ করবার আগ্রহ হয়েছে গতকাল না আর কিছু লিখতে তাই এ লেখা আর আগে নিব না এখানেই শেষ করে দিব ঠিক করেছি)