Sanjay Karmakar


  · tSp11ua5i2 hsar1iors3emu  ·
"ধর্মহারা-তৃতীয়"


চাই না এমন ধর্ম ও মা মানুষখেকো সবে
চাই মা ওমা মানুষ হতে ধর্ম না চাই ভবে।
ও মা তোমার আশীস ওগো রইলে সে মোর সাথ
কর্ম সে মোর ধর্ম জেনো আজ হতে দিন রাত।


গড়বো সে গড় সেই গরিমা পরম সে ভাব তার
যেথায় কভূ নাই মা হরণ মানবতার হার।
ধর্ম সকল তার ওই শিকল ছুটিয়ে দেবো ঘোড়া
ভাঙবো সে কল যা আছে তার বৈকল্যতার ঘেরা।


সেদিন ও মা রইবে মানুষ চাই যে তার ঐ রাজ
যেথায় আকাশ নুইবে সে ভূম ফেলবে না মা বাজ।
পুষ্ট সবে রইবে ভবে ভজন পূজন তার
এক সে আলয় ভাবনা একই একই অবতার।


কাঁদবে নাকো দুধের শিশু কাঁদবে না দীন মা
নিধন হরণ বধ্য সে ভূম রইবে না আর তা।
উব্ধে আকাশ নিম্নে ভূতল স্নিগ্ধতার ওই ছায়
রইবে সুখে আর মা দুখে মানুষ সম্প্রদায়।