ধন খাতি


Sanjay Karmakar
  ·


কয় কী ছ্যাড়া কাব্যি লিখে
দ্যাখ তো হরি মনটা দেনা,
মানুষ নাকি পশুর লিচে
ভাব তো দেখি মানবি কিনা!!


পশুয় মারে খাইদ্য লাগি
মানুষ তো ভায় তেমন লয়;
মান আর খ্যাতি খাইল হরি
ক্যামুন আমার লাগছে ভয়।


আগুন জুদি লাগাই দিলো
হর এক মনের অন্তরে
তুই আর আমি কুথায় যাব
করছি সেটাই ভাবনা রে!!


জাগলে জনে হর এক কুণে
কুথায় রবে বজ্জাতি!!
ভেদ বিভেদের জাল টা বিছায়
পারবো কী আর ধন খাতি???


বিঃদ্রঃ লেখাটি প্রিয় কবি শ.ম. শহীদ মহাশয়ের ৩/১০/২০২২  এ তার লেখা কবিতা,"সেরা জীব", লেখাটিতে কমেন্ট দিতে গিয়ে  সেখানে মন্তব্যের ঘরে লিখেছিলাম। বাদানুবাদ  আরও অগ্রসর হয়েছিল। যে কেহই তা তার কবিতার কমেন্ট বক্সে গিয়ে ইচ্ছে হলে দেখে নিতে পারেন।