সিক্ত যিনি ধন ও বলে দীপ্ত থাকেন তিনি
ঈশ্বর হে মহান তোমার দীপ্তি প্রভা খানি।
তাদের দ্বারে অবাধ তোমার নিত্য জাগরণ
স্বর্ণ মহল অবাধ তোমার; অমোঘ
তোমার পণ।


নিত্য পথে কাঁদছে যারা কেনই যাবে তুমি
লাগবে ধূলা অচ্ছুত হবে গেলেই তাদের ভূমি।
তোমার চরণ বৈভবেতেই রসাতলেই ধরা
স্বর্গে থেকে চেয়েই দেখো, সাধের
তোমার গড়া।


উচ্চ নিচের বিভেদ ব্যথায় সমাজ কাঁদে রবে
চাষ করে যে পায়না ক্ষুদ তোমার গড়া ভবে।
শ্রমিক ভায়ের ভাত জোটেনা মজুরিতেই টান
রুদ্ধ কানে ওরে কানাই মাটির
মূরত খান।


স্বার্থ তলে চলছে সবাই মানবতায় হানি
মান আর হুশ হারিয়ে শরম; ধর্ম করে গ্লানি।
ভেদাভেদির এই দুনিয়ায় নিত্য লহু বয়
চিল শকুনের তীক্ষ্ণ হানায়; দিকে
দিকেই ভয়।


দেশ ও প্রবাস ঘর বারেতে বারিক নাহি সুখ
কাঁদছে জায়া মা বোনেতে দাপিয়ে বেড়ায় ভুখ।
সর্বহারার তীব্র নাদে আকাশ বাতাস কাঁদে
ফেললি তাদের ঘোর তমাতে; হাজার
শতেক ফাঁদে।


তোর গানেতে মাতবো কেনো কানাই রে তুই বল
মানবো কেনই ধর্ম ধারা যেথায় রে তুই ছল।
ছল চাতুরি তোর ওই গড়া; বিভেদ বৈষম্য
না রে কানু গাইতে নারি, তোর
বিহনেই ধন্য।