ঠাকুমার ঝুলি


আজ এই সকালে
ছিল মোর কপালে,
নিক্তির সুতোতে
কাব্যের গুতোতে।
ধেয়ে গেনু অন্তর
ধূ ধূ সেঐ প্রান্তর,
মিঠে কড়া বুলিতে
ভরে নিই ঢুলিতে,
জীবনের কবিতায়
মন দেয় বেশ সায়,
চটপটি মিঠে কড়া
মধু দিয়ে আর ভরা।
সকালটা বেশ হলো
ঠাকুমা ঝুলি খোল,
চলো ভাই আগে যাই
যদি আরো আলো পাই।