ছিঃ


ও জানু, ঘরত আজি-চাল বারন্ত  
হেইডা জানস কী,
হক্কাল হইতা তাস খিলিছিস
বাঁশ বাগানে-ছিঃ।
তাইর উপরে পোলায় তর
গুষ্টি মারে মুখ,
হ্যালায় বান্দা খ্যাম নাই তর
ইত্যা দিলি দুখ।
ও জানু, মুই তো আজি আর কইসি
যমুনাতে জামু,
হেই কিত্তন ঘরত আর
ক্যামনে আর সমু।
হাত ধর তুই পা ধর মুই,
আর মানি না বাত,
আইজকে করুম হ্যাস্ত ন্যস্ত  
ব্যাবাক দুখের ফাঁত।
ও জানু, ঘরত আজি চাল বারন্ত  
হেইডা জানস কী,
হক্কাল হইতা তাস খিলিছিস
বাঁশ বাগানে-ছিঃ।