Sanjay Karmakar
badge icon
Founding Members
  · JduthieSpstos ngsnooordwaeod  ·
"দীন", চতুর্থ খন্ড


সুপ্ত বাসনা ভ্রান্ত অলীক করাল কুপিত হায়
হিংসার বোল নিস্বনে হায় ধ্বংস সোপান ধায়।
ভাতৃ প্রতিম নাহি আজি হৃদ প্রকরণে বিবিধতা
জরায় আজিকে সমূলে পতিত নীরবে
বাহিত ব্যথা।


ব্যভিচার ছায় আঙন বিছারি দুরাচারী সজ্জনে
রতি ও কামেতে মাতিয়া ভুবন লাস্যময়ীর গানে।
সে ফুল রচিতে রচয়িতা হায় রচিল বিরূপ কায়
তপ্ত লোহিত গনগনে হৃদ; আজি, অনলের
পানে ধায়।


রক্ষ রাজেতে লুন্ঠনে ভূম দ্রবীভূত হায় মান
বিকট বিকচো রুদ্র সে রূপ উত্পথ আজি প্রাণ।
গগনে গগনে নিনাদে বাহিত নিশীথের ইতিকথা
প্রলয়ো বায়েতে ঝঞ্ঝা তুফানে নিহিত
দারুন ব্যথা।


ভূজঙ্গ রব ঘেরিছে আঁধার নিঠুর অমোঘ পণ
ঘূর্ণিত বায় উড়ায়ে ঘুরায়ে ভৈরবের ঐ গান।
রুধিরে বাহিতা ভূম সে হাঁকিছে জীর্ণ করুন বেশে
এসো গো অরূপ প্রেম সে গাহিতে পথে পথে
দেশে দেশে।


যারা আগের খন্ড গুলি পূর্বে পাঠ করেন নাই তাদের জন্য নিচে দিলাম।


"দীন" (প্রথম খন্ড)


নমিত কেন হে দেবেরি ই দিশারী নমিত কেন হে সাজ
ধরণী বহিতে সুখের ই সায়রী নত মস্তক আজ।
মহিমা তোমার ই অপার আজি গো কেন হে হলো গো ক্ষীণ
দেব রস আজি বাহিত গরলে কেন গো আজিকে
দীন।


কাঞ্চনে সুখ রজতে মাতিয়া রজনী করিলে ধ্যান
তপতী বলয়ে শৃঙ্খলে বাঁধ; রচিলে তোমার ই সান।
ধাবিত অনলে অশুভ মতি এ মাতিয়া মাতম সুখ
ধরণীর লাজ ন্যুব্জ আলয়ে; ভীষণেতে
বহে দুখ।


কুপিত অনলে সঁপিয়া সমরে বিভীষণ সম রহো
কুঞ্চিত প্রাণ দোহনে দুখের ই প্রমোদেতে সুখ বহ।
হিংসা ও দ্বেষ পালিত দুয়ারে দুরাচারী ব্রত কথা
তোমার ই কাহিনী বিষমতা গান; রহিবে
মহীতে গাথা।


এসো গো আজিকে প্রণতি দুয়ারে মানবের গীত রচি
যাহা কিছু সুখ সমীপে বিলায়ে স্বর্গ সে দ্বার ক্ষিতি।
অরূপ দ্যুতের ই দানেতে দামিনী বহিতে সুধার রসে
এসো গো আজিকে কবির এ আহ্বান
বিলাইতে দেশে
দশে।


"দ্বিতীয় খন্ড"


ক্রন্দন রোল আজিকে বাতাসে উদিত অনল ধায়
ক্রোধের ই অবাধ কৃষিত দুয়ারে গরলেতে বিষময়।
অযুতো নিযুতো দগ্ধ সে প্রাণ হাহাকারে দিন বোনে
দুখের ই সাগরে পিষ্ট নমিত শেষের সে
দিন গোনে।
.
লুব্ধ চাহুনি চকিত দুয়ারে ছোবলে করিছে ক্ষতো
যাহা কিছু সুখ কেড়ে নিতে তায় গরলেতে ধরা ব্রত।
লুন্ঠনে রাজ আব্রু আকরে পরাভূত করে সান
ভগিনী আজিকে রুধিরে লুটিছে হাহাকারে
ভরা প্রাণ।
.
ধর্ম সে জাল বিছায়ে তাহারি কৃশকায় দীন অতি
গন্ডুস কায় ভ্রমিত বাহারে হলাহলে ধরা মতি।
হিস হিস বোল ক্ষিপ্র তড়িৎ বাসনাতে পূতিময়
রণ সাজে আজি উগ্র কামিনী দামিনী
হরিতে হায়।
.
শিওরে শমনে শিঁউরে উঠি গো হৃদয়েতে বিঁধে তীর
পুঙ্গব রাজ শৃঙ্খলে প্রাণ আকুল খুঁজিতে নীড়।
এসো গো ত্বরায় দু হাত বাড়ায় মানবের গাহি গান
এসো গো আজিকে কবির এ আহ্বান
দেহ গো প্রেমের
দান।


"দীন" (তৃতীয় খন্ড)
.
তাপিত রোষেতে নিশীথে নীরবে লোহিতের ধারা বহে
ছল সে শিকারী শঠতার বোল হিংস্র কপট কহে।
প্রতিঘাতে নাই শক্তি সুফলা ন্যুব্জ কশেরু কায়
দীন হীন প্রাণ স্তব্ধ স্থবির নীরবেতে
হায় সয়।


শঙ্কা ছায়িত শিশু ও কচিতে রণভেরী দেশে দেশে
ছিন্ন শায়িত দীর্ণ সোপান হায়েনার বেশ বশে।
জননী সে হায় বিতারিত হায় সাধের সে ঘর তার
পরিণয়ে প্রাণ জীর্ণ কুঠিরে; নাহি, নাহি
স্থান মমতার।


কলুসো বাতাসে দূষণে মেদিনী ধরণী কাঁদিছে রবে
উত্তাপ লয়ে অংশু কাঁদিছে নীরবেতে আজি ভবে।
মানবতা আজি দূর সে কিনারে রাহুতে গ্রাসিত প্রায়
সম্প্রীতি দূর, দূর সে বলয়ে দিকে
দিকে অন্যায়।


মজ্জায় নাই, মান সে মোহনী মরীচিকা সম ফাঁদ
দমন ও শোষণে কুহেলিকা সনে হায় রে জীবন নদ!
জাগো হে অরূপ করুণা তোমারি দানিতে দেবের বেশে
এসো গো আজিকে কবির এ আহ্বান
বিলাইতে দেশে
দশে।