Sanjay Karmakar


  · 1d  ·


বেড়ে, বিগড়ে দিবি শ ম বলি
শিশুমনের বলি,
বলতো ক্যামন স্বপ্ন দেখায়
বিগড়ে রে তুই দিলি!!


ভাগাভাগির খেলায় শিশু
না হয় যদি পটু
বুঝবে ক্যামন জীবন খেলায়
সখাই বা কে ঘেটু।


ঘাড় ভেঙে সব খাবেই জীবন
উপর থিকে নিচে
রুগ্ন শরীর ক্যাবলা জেমুন;
শুধু হাওয়াই খাবে বিচে।


তাই বলি কী শুন রে শ ম
কাতুকুতুর খেলা
না হয় দিলি, দিলাম ক্ষমা;
আজ হয় এই বেলা।


কান মলাতেই জীবন তরী
শিশুর জীবন গড়ে
এমন ডলা ছিল বলেই
কাব্য লিখি দরে।


বিঃদ্র- লেখাটি প্রিয় কবি শ.ম. শহীদ মহাশয়ের গত ১৭/১০/২২ তারিখে প্রকাশিত কবিতা,"ভুতুর ইচ্ছে পূরণ" কবিতায় কমেন্ট করতে গিয়ে তার কমেন্ট বক্সে লিখেছিলাম।